Search This Blog

হরেকৃষ্ণ মহামন্ত্রই কলিযুগে জীবোদ্ধারের একমাত্র উপায়!

Iskcon barisal

হরেকৃষ্ণ মহামন্ত্রই কলিযুগে জীবোদ্ধারের একমাত্র উপায়!

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
ইতি ষোড়শকং নাম্নাং কলিকল্মষ-নাশনম্।
নাতঃ পরতরোপায়ঃ সর্ববেদেষু দৃশ্যতে।।

অর্থাৎ, “ষোল নাম বিশিষ্ট হরেকৃষ্ণ মহামন্ত্র সমস্ত পাপ ও কলুষ বিদূরিত করে। দিব্য ভগবদনাম-কীর্তন ব্যতীত কলিযুগের কলুষ থেকে মুক্ত হওয়ার অন্য কোনো উপায় নেই। সর্ববেদে এই সিদ্ধান্তই ঘোষিত হয়েছে।” (কলিসন্তরণ উপনিষদ)

এছাড়া, পদ্মপুরাণ, পাতালখণ্ড ৪৯/২-৩ ব্রহ্মাণ্ডপুরাণ এবং উত্তরখণ্ড ৬/৫৫-৫৬ – সেখানেও এই মহামন্ত্রকেই কলিযুগে জীবোদ্ধারের একমাত্র উপায়স্বরূপ বলা হয়েছে। ব্রহ্মাণ্ডপুরাণে (উত্তরখণ্ড ৬/৫৬) বলা হয়েছে- “এই মহামন্ত্র হরিনাম একশত আটবার ত্রিকাল জপে সর্বপ্রকার পাপ অপহরণ হয়। এছাড়া ভবনিস্তারের আর উপায় নেই। তা-ই সর্ববেদে কথিত আছে।”

হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্।
কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা।। (বৃহন্নারদীয় পূরাণ ৩/৮/১২৬)

অনুবাদঃ- এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই।

                                              ....হরিবোল....

No comments

Theme images by konradlew. Powered by Blogger.