Search This Blog

যদি কেউ কৃষ্ণভাবনা গ্রহণ করে.....


ত্যক্ত্বা স্বধর্মং চরণাম্বুজং হরে র্ভজন্নপক্কোহথ পতেত্ততো যদি।
যত্র ক্ব বাভদ্রমভূদমুষ্য কিংকো বার্থ অাপ্তোহভজতাং স্বধর্মতঃ।।

অনুবাদঃ যদি কেউ কৃষ্ণভাবনা গ্রহণ করে এবং চলে এবং তখন সে যদি সে শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে অথবা তার স্বধর্ম পালন না করে, এমনি কি সে যদি অধঃপতিত হয়, তাহলেও তার কোন রকম ক্ষতি বা অমঙ্গল হয় না। কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত অাচার অাচরণ পালনও করে তাতে তার কি লাভ, যদি সে কৃষ্ণভাবনাময় না হয়? সুতরাং কৃষ্ণভাবনাময় লাভ করার জন্য শুদ্ধিকরনের পন্থা গ্রহণ অাবশ্যক। তাই সন্ন্যাস অাশ্রমের অথবা যেকোন চিত্তশুদ্ধি করণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণভাবনামৃতের চরম লক্ষ্যে পৌছাতে সাহায্য করা। তা না হলে সব কিছুই নিরর্থক।

No comments

Featured Post

Radhastami Invitation 2025 #ISKCON Barishal #GaurNitaiTV

Theme images by konradlew. Powered by Blogger.