হরেকৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন কেন করবেন ?
হরেকৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন কেন করবেন ?
জপ-কীর্তন কিভাবে করা উচিৎ ?
জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ।। (১বার)
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।। (১০৮ বার)
শ্রীমদ্ভগব্দগীতা, শ্রীমদ্ভাগবত ও অন্যান্য সমস্ত বৈদিকশাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং আমরা তাঁর অতি ক্ষুদ্র সনাতন বিভিন্নাংশ। আমি চিন্ময় আত্মা এবং অনুচৈতন্য, নিত্য কৃষ্ণদাস; কৃষ্ণ বিভুচৈতন্য, আমার একমাত্র প্রভু, আর এ জড়জগৎ আমার প্রবৃত্তিশোধক কারাগার- এটিই সম্বন্ধজ্ঞান।
....হরিবোল....
No comments