ভগবানের কি কোন আকার হতে পারে?
প্রশ্ন: - ভগবানের কি কোন আকার হতে পারে?
উত্তর: - আমাদের মনে এধরনের প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। কারণ আমরা আমাদের এই জড় চোখ দ্বারা ভগবান কে দেখতে পারিনা। ভগবানের আকার থাকতে পারে কিনা তা জানতে হলে প্রথমেই আমাদের ভগবান বা সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে হবে।
ভগবান মানে তিনি সর্বতোভাবে পূর্ণ-
ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।।
(ঈশোপনিষদ, আবাহণ মন্ত্র)
তার মধ্যে কোন অপূর্ণ থাকবে না। তাই যদি বলা হয় ভগবানের কোনরূপ থাকতে পারে না। তবে সেটা অপূর্ণতার পরিচায়ক। আবার, তিনি সর্বশক্তিমান; সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুরই নিয়ন্তা। যদি তার কোন রূপ না থাকে, তবে কি তাতে তার সর্বশক্তিমত্তা খর্ব হয় না?
আরেক দিক থেকে আমরা সকলেই সাকার, আমাদের রূপ রয়েছে, আমাদের পিতারও রূপ রয়েছে, তার পিতার ও রূপ ছিল, এটাই স্বাভাবিক। তবে তিনি সকলের আদি পিতা, তিনি কি করে রূপহীন হবেন? অবশ্যই তারও রূপ রয়েছে।
আবার, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাঁর সৃষ্টি অপেক্ষা কম গুণসম্পন্ন হবেন না। তাই ঈশ্বর, ভগবান, সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা যাই বলি না কেন, তিনি হবেন সর্বতোভাবে পূর্ণ, তার মধ্যে কোন কমতি বা অভাব থাকবে না। সেজন্য পূর্ণতায় হেতু অবশ্যই তার রূপ আছে।
ঋগ্বেদ সংহিতায় (১/১৫৫/৪) শ্রী বিষ্ণুকে জগতের সকলের স্বামী (প্রভু) ও পালনকর্তা রূপে উল্লেখ করা হয়েছে। একই সুক্তের ৬ নং শ্লোকে বলা হয়েছে যে, "বিষ্ণু বৃহৎ শরীরবিশিষ্ট ও স্তুতি দ্বারা অপরিমেয়, তিনি নিত্য তরুণ ও আকুমার এবং তিনি আহবে (যজ্ঞস্থলে) গমন করেন।"
No comments